ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন গ্রেফতার 

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন গ্রেফতার 

সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের সদানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলো, হবিগঞ্জ সদর উপজেলার শরিফাবাদ গ্রামের মর্তুজ আলীর ছেলে রুবেল মিয়া (৪০) ও মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডোবা মুড়াপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে জসিম মিয়া (৩৭)। ওসি (ডিবি) জুলহাজ উদ্দীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার বিকেলের দিকে পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার), পিপিএম (বার) দিক নির্দেশনায় উল্লেখিত স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কড্ডা থেকে সিরাজগঞ্জগামী সাদা রঙের টয়োটা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ব্যাকডালার ভেতর থেকে ৬০ কেজি গাঁজা ও ড্রাইভিং সিটের দরজার প্যাড কাভারের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে জসিম মিয়ার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

গ্রেফতার,মাদক,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত